বৃদ্ধাশ্রমের বারান্দায় সন্তানের জন্য আর অপেক্ষা নয়

বিশ্ব ভালোবাসা দিবসের নাম শুনলেই আমাদের সমাজে একটা নেতিবাচক ধারণা সামনে চলে আসে। ধরে নেয়া হয়, এই দিনে অল্প বয়সী ছেলে মেয়েরা ভালোবাসার লুকোচুরিতে মেতে উঠবে।

কিন্তু বিশ্ব ভালবাসা দিবসের মর্মার্থ শুধু তরুণ ছেলে মেয়েদের ভালবাসার মধ্যে সীমাবদ্ধ নয়। এই ভালোবাসা হতে পারে বাবা মায়ের সঙ্গে সন্তানের। ভাই ও বোনের, বন্ধুর সঙ্গে বন্ধুর, সৃষ্টার সৃষ্টির প্রতি মানুষের ভালোবাসা প্রকাশের দিন হতে পারে ভালোবাসা দিবস।

ডিজিটাল এই সময়ে ক্রমশ আমরা দূরে সরে যাচ্ছি প্রিয়জন থেকে। যান্ত্রিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় প্রিয়জনদের সময় দেয়া হয়ে ওঠে না। এমন হয় স্বামী-স্ত্রী দুজনেই পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটিং কমেন্টিং এ ব্যস্ত। কিন্তু তাদের মধ্যে যে হৃদ্যতা থাকার কথা তা নেই।

একজন বাবা-মা কত আনন্দ, কষ্ট, দুশ্চিন্তা, ভালোবাসা, শ্রম, দিয়ে তার সন্তানদের বড় করেন। কতই না মমতা দিয়ে লালন করেন। শরীরের রক্ত পানি করা শ্রম সময় দিয়ে সন্তানদের আগলে রাখেন। এই সন্তানই ব্যস্ততার নিজের বাবা মায়ের খোঁজ ঠিকমতো নেন না। বৃদ্ধ বয়সে যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন একজন ভালোবাসার মানুষের, তখন তাদের রেখে আসেন বৃদ্ধাশ্রমে।

ভালোবাসা দিবসে অঙ্গিকার হোক, আমরা ভালোবাসবো স্রষ্টার সৃষ্টিকে। ভালোবাসা কোনো নির্দিষ্ট বৃত্তে আটকে না রেখে ছড়িয়ে দেব সবার মধ্যে। আমাদের পাশের একজন মানুষও যেনো অভুক্ত থেকে ঘুমুতে না যায়। কোনো পিতা মাতাই যেনো বৃদ্ধাশ্রমের বারান্দায় তার সন্তানের অপেক্ষা না করে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *