বিজয় দিবসের অনুভূতি…

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয়ী হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায় বাঙালী জাতি। তাই আজ আমরা স্বাধীন জাতি হিসাবে গর্ব নিয়ে বলতে পারি ‘আমরা বিজয় ছিনিয়ে আনতে জানি’।

বিজয়ের অনুভূতি সবসময়ের আনন্দের হয়। তবে আনন্দের পাশাপাশি বেদনাও কম নয়। কেননা এই বিজয় এসেছে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ জীবনের বিনিময়। এ বিজয় অগনিত নারীর সভ্রম হারানোর ফল।

আমরা সেই বীর শহীদদের বীরত্মগাঁথা আত্মত্যাগের কথা কোনোদিন ভুলবনা। ভুলতে পারবো না নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগ। যতদিন এই দেশ থাকবে, ততোদিন গভীর শ্রদ্ধায় বাঙালি জাতি তাদের স্মরণ করবে।

আমরা স্বাধীন জাতি এটা ভেবেই হৃদয়ের মাঝে অন্যরকম ভাললাগার অনুভূতি জাগ্রত হয়। এই ভাললাগা আসে দেশের প্রতি ভালবাসার টানে। যখন দেশে কোনো দুর্যোগ আসে তখন নিজের ভিতরে অনেক খারাপ লাগে। আবার যখন দেশের প্রতিনিধি হয়ে কোনো নাগরিক বিদেশের মাটিতে সুনাম বয়ে আনে তখন গর্বে বুকটা ভরে যায়। এটাই তো দেশের প্রতি ভালবাসার নমুনা।

আমরা দেশ থেকে কত কিছুই না নিচ্ছি, কিন্তু এই দেশ, এই মাটি , এই মাকে কিছু দিতে পেরেছি??? আমাদের পূর্বপুরুষদের ঋণ কি পেরেছি কিছুটা হলেও শোধ করতে?

শপথ হোক আজকেই। আমরা যার যার অবস্হান থেকে দেশের জন্য কিছু করার চেস্টা করবো। গড়বো একটি স্বপ্নের সোনার বাংলা, যেখানে থাকবে না কোনো অনাহারী। কেউ না খেয়ে ক্ষুধার কষ্টে ঘুমাতে যাবে না। কোনো মা পথ চেয়ে থাকবে না তার খোকা কবে আসবে।

যদি আমরা নিজেদের দায়িত্বটুকুই ঠিকভাবে পালন করি, তবেই দেশকে ভালোবাসা হবে। এই বাংলাদেশ হয়ে উঠবে স্বপ্নের সোনার বাংলা। মহান বিজয় দিবসের আনন্দ স্বার্থক হবে।

আর হ্যা, আজকের বিজয়ের দিনেই যাত্রা শুরু করছে আমার ব্যক্তিগত ব্লগ মনপাখি। এযেনো আমার আরেকটি ব্যক্তিগত বিজয়। এখানে আমার ভালোলাগা, মন্দলাগা, মন্তব্য পর্যবেক্ষণ সবকিছুই অকপটে প্রকাশ করবো।

Lovely Azad: I am Lovely Azad, a girl, wife and Mom. Also I am a Passionate Blogger and Social Media Expert. I love to write about kid, mom, food and any social trend. Please read and express your views about my write up.
Related Post